মোঃরাসেল শেখ,কালিয়া উপজেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে শুটার গান ও দেশীয় অস্ত্র সহ তিনজনকে আটক করা হয়েছে।
উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিমপাড়ায় শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল আটটা পর্যন্ত তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ আনিস শেখ (৫০), মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে নাজিম উদ্দিন শেখ(৪০) মৃত এনামুল মোল্লা'র ছেলে মোঃ চঞ্চল মোল্যা (৩৮)কে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতার কৃতদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি শুটার গান , অ্যামোনেশন (কার্তুজ) বানানোর উপকরণ, ৬ রাউন্ড তাজা কার্তুস, ১৭ টি ব্লাংক কার্তুজ, ২ টি চাইনিজ কুরাল, ২ টি ছুরি, ৭ টি স্যানদা, ৭ টি বল্লম, ১টি ট্যাটা, ২টি তির ধনুক, ৩ টি চাপাতি, ১৯ টি সড়কি, ৬ টি ঢাল, ২ টি সর্ট গানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন গ্রেফতারকৃত দের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের পস্তুতি চলছে এবং আজই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]