মোঃরাসেল শেখ,কালিয়া নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার ৮নং কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার (০১ আগস্ট ২০২৫) বিকেল ৩ টায়।
সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়েদ মিজানুর রহমান আহবায় নড়াগাটি থানা যুবদল, মোঃসাখাওয়াত হোসেন (ঝুনু) সদস্য সচিব নড়াগাতী থানা যুবদল, মোঃখান সোহেল রানা সদস্য সচিব নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দল, সৈয়দ রাকিবুল ইসলাম মিশন আহবায় থানা ছাত্রদল, মফিজুর রহমান মামুন সদস্য সচিব নড়াগাতী থানা ছাত্রদল,সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ মনির সিকদার আহবায় ৮ নং কলাবাড়িয়া ইউনিয়ন যুবদল, অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন মোঃশেখ সাদী নড়াগাতি থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক,। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ।
সমাবেশে প্রধান বক্তা নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাখায়েত হোসেন ঝুনু বলেন জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে যা কিছু করার দরকার তাই আমাদের করতে হবে। আর এনসিবি জামাত শিবির একই সুতোয় গাথা এরা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি পাঁয়তারা করছে এরা আমাদের নেতাকর্মীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে তাদের ওই বক্তৃতায় আমাদের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে।
কোন প্রকার তাদের ষড়যন্ত্রে পাও দিয়া যাবেনা এরা এইসব বক্তব্য দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বিলম্ব করতে চায়। তিনি আরও বলেন আপনারা ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসেন এবং নির্বাচনে অংশ গ্রহণ করেন তাহলে বুঝতে পারবেন আপনাদের জনগণ কত ভালোবাসে। তাই আমরা প্রধান উপদেষ্টা কে বলতে চাই আপনি কারোর ব্যক্তিগত প্রধান উপদেষ্টা নয় এবং দেশে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।
দেশের জনগণ এখন নির্বাচন মুখী আপনি কাউকে পরোয়া না করে যত দ্রুত সম্ভব দেশে সুস্থ নিরপেক্ষ এবং নির্দলীয় ভাবে একটা নির্বাচন জাতিকে উপহার দেন যেটা ইতিহাস হয়ে থাকবে ।
আমাদের নেতা তারেক রহমান কে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেইটা বাস্তবায়ন করুন না হইলে বাংলার জমিনে ১৮কোটি জনগণ আপনাকে ক্ষমা করবে না। শেখ হাসিনার যে অবস্থা হয়েছে আপনাকে ও জনগণ ওই অবস্থা করবে বলে যানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]