রাসেল শেখ,কালিয়া নড়াইল প্রতিনিধি:নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির একাংশ আওয়ামী লীগ সরকারের পতন (গণঅভ্যুত্থান) বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম রবি, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম মাহিন, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিল, পৌর কাউন্সিলর ইকরামুল হক ইকরাম, পৌর কাউন্সিলর জুয়েল সরদার, হায়দার আলম, যুবদল নেতা গোলাম মশরুর পল্টু, শ্রমিকদল নেতা মোল্যা বখতিয়ার হোসেনসহ আরও অনেকে।
ছোটকালিয়া মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থান দিবসের চেতনা হলো স্বৈরাচার ও একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। তারা দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছে। এ সময় তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষায় কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণঅভ্যুত্থান দিবস বিভিন্ন সময়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের বৃহত্তর জাগরণের প্রতীক হিসেবে পালন হয়ে আসছে। ১৯৯০ সালের গণঅভ্যুত্থান তৎকালীন সামরিক স্বৈরশাসক এরশাদ সরকারের পতনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত করে। বিএনপির নেতারা এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতনকেও গণঅভ্যুত্থানের বিজয় হিসেবে তুলে ধরছেন।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, গত ক্ষমতাসীন দলের সময় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, বিরোধী দলীয় নেতাকর্মীরা হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।
আজ ও তেমনি দলের লোক এখন মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে তাই দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে জননেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়নে করতে হবে। বর্তমান কালিয়া পৌরসভার সেক্রেটারি ও অন্যান্য ছয়জন কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে । এ সম্পর্কে তারা বলেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শকে সামনে রেখে কালিয়া উপজেলার রাজনীতি সুন্দর ও সুস্থভাবে চালিয়ে যেতে হবে।
কালিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।দলের ভিতরে বিভেদ থাকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সম্ভব হবে না তাই আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে জনগণের কাছে ভোট চাই চাইতে হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]