মোঃরাসেল শেখ।
কালিয়া নড়াইল প্রতিনিধি।
নড়াইল কালিয়া উপজেলার ১৪ নম্বর পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলী গ্রামে কবরস্থানের পাশে চিত্রা নদীতে একটি মহিলার লাশ ভেসে থাকতে দেখা এলাকা বাসী। এই ঘটনা স্থানীয়নিওরা
বড়দিয়া নৌ পুলিশকে খবর দেয়।খবর পেয়ে নৌ পুলিশে একটি টিম লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইলের মর্গে পাঠানো হয়েছে। মহিলার বয়স অনুমানিক ২২থেকে ২৫ বছর হবে। লাশের গলায় মাফলার পেঁচানো ছিল অনুমান করা হচ্ছে তাকে মাফলারের ফাঁস দিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনা এলাকার সাধারণ মানুষের মনে ভয়ে এবং আতঙ্ক কাজ করছেন। এলাকাবাসী জানান সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাহবে।
এলাকা বাসী কে নৌ পুলিশের অফিসার ইনচার্জ জানান লাশ ময়দা তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের মাধ্যমে আসামী কে সনাক্ত করে আইনের অনুক ব্যবস্থা নেওয়া হবে।
মোঃরাসেল শেখ।
কালিয়া নড়াইল প্রতিনিধি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]