মোঃরাসেল শেখ,কালিয়া উপজেলা প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলা ধিন নড়াগাতী থানার গহরডাঙ্গা ইউনিয়নের পাখি মারা গ্রামের মোঃ জিল্লাল মোল্যা (৫০) নামের এক মাদক কারবারিকে ৪ কেজী গাজা সহ গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ ।
গ্রেফতারকৃত জিল্লাল মোল্যা নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে।
২৩ মে ২০২৫ ভোর ৫:৪০ মিনিটে নড়াগাতী থানার পুলিশ পাখিমারা মাদ্রাসা মোড় এলাকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযানে এসআই রাজীব পাল রাজু, মোঃ ইকবাল হোসেন ও মোঃ নূর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, “মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।”
এ ধরনের অভিযান জেলার মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পুলিশ সুপার মনে করেন এলাকার সুশীল সমাজের লোকজনে আমাদের সহযোগিতা করলে আমরা মাদক নির্মূল করতে সক্ষম হব।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]