রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ১২ মহর্রম ১৪৪৭
কালকিনির সাহসী যুবক কাওসার মিয়ার প্রতিবাদ
সিদ্দিক খান (বিশেষ প্রতিনিধি মাদারীপুর)ঃ মাদারীপুরের কালকিনি উপজেলার মোঃকাওসার মিয়া নামক এক সাহসী যুবক গত ১২ এপ্রিল মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সম্মুখে "দালালমুক্ত পাসপোর্ট অফিস" দাবিতে এক আন্দোলন শুরু করে। তিনি জানান,তিনি মাদারীপুর পাসপোর্ট অফিসে পাসপোর্ট সংক্রান্ত কাজে গেলে,দালাল চক্রের হাতে পরেন এবং প্রতারিত হন।আর তিনি লক্ষ্য করলেন,বাংলাদেশের সকল পাসপোর্ট অফিসই এখন দালালের দখলে।
তারা যেন একপ্রকার খুটি গেড়ে বসেছে এবং রীতিমতো দুধ-কলা দিয়ে প্রশাসন তাদের পুষছে। তার প্রশ্ন,"টাকা পেলে কিভাবে তারা মুহূর্তেই বড়বাবুতে পরিণত হয়ে পাসপোর্ট সংক্রান্ত সকল কাজ করে দেয়? তাহলে কি বড়বাবু থেকে ছোটবাবু সবাই এই টাকার ভাগ পায়? আর তাই জনসাধারণের কথা চিন্তা করে,তিনি আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তিনি আরও বলেন যে,আগামী সোমবার শরিয়তপুর পাসপোর্ট অফিসের সম্মুখে অবস্থান করবেন এবং পর্যায়ক্রমে ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিস পর্যন্ত চলবে।
তিনি আরও জানান,"এই আন্দোলনের কারনে নিশ্চিত আমি কিছু বড় বড় মাথাওয়ালাদের চক্ষুসূল হচ্ছি।তারা আমার ও আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে।তবে তাদের বলছি_আমি আপনাদের এই ভয়ভীতি তোয়াক্কা করি না।কারন আমাকে রুখে দিতে পারলেও ১৮ কোটি মানুষের মনের সুপ্ত আন্দোলনকে রুখে দেবার সহস আল্লাহ পাক ছাড়া কেহ রাখে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.