সিদ্দিক খান (বিশেষ প্রতিনিধি মাদারীপুর) ঃমাদারীপুরের কালকিনি উপজেলাধীন উপ ইউনিয়নের বড়চর গ্রামের মোঃখালেক সরদারের একমাত্র ছেলে রুবেল সরদার (২০)পরিবার থেকে নেশার জন্য টাকা না পেয়ে গত শনিবার দিবাগত রাতে আত্মহত্যা করে।পরিবার থেকে জানা যায়, নিহত রুবেল সরদার মাদকাসক্ত ছিল এবং প্রায় ৬ মাস ঢাকা রিহ্যাব সেন্টারে থেকে চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফেরে।কিছুদিনের মধ্যেই আবার মাদকাসক্ত হয়ে পরে রুবেল।অবশেষে গত শনিবার দিবাগত রাতে নেশা করার জন্য পরিবার থেকে টাকা চাইলে পরিবার তাকে টাকা দিতে অসম্মতি জানায়।
পরবর্তীতে নিহত মাদকাসক্ত রুবেল সরদার রাগ করে আলাদা একটা ঘরে ঘুমিয়ে পরে। পরদিন ভোরাতে সেহরির খেতে উঠে তার স্ত্রী তাকে ডাকতে গেলে দরজা বন্ধ পায় এবং অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিতেই ফ্যানের সাথে ঝুলন্ত রবেলকে দেখতে পায়।তার চিৎকার শুনে সবাই আসলে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মৃতদেহ উদ্ধার করে।খবর পেয়ে কালকিনি থানা পুলিশ এসে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।এ সম্পর্কে পুলিশ জানায়,পরিবারের কোনো অভিযোগ না থাকায় এখনো কোনো জিটি এন্ট্রি হয়নি।তবে ময়নাতদন্তের শেষে বিষটি খতিয়ে দেখবে পুলিশ এবং এব্যাপারে কাহারো ইন্দন বা প্ররচণা আছে কিনা তাও বিশেষ নজরে রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]