রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২ | ১ রজব ১৪৪৭
কালকিনিতে অগ্নিকন্ডে ৬টি বসতঘর পুরে ছাই
মো: সোহেল সিকদার: মাদারীপুরের কালকিনিতে গভীর রাতে অগ্নিকান্ডে ৬টি বসতঘরসহ ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ৩৫ লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। আজ রোববার ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারেরচর গ্রামের কৃষক আলামিন সরদারের বসতঘরে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে পুরোবাড়ি ছরিয়ে পরে। রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
কিন্তু তাৎক্ষনিক আলামিন সরদারের, রহিম সরদারের, আলাল সরদারের, লোকমান সরদারের ও মিন্টু সরদারের বসতঘর, রান্নাঘর ও তাদের গোয়ালঘরসহ মোট ১২টি ঘর পুরে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৩৫ লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে।
ভূক্তভোগী আলামিন সরদার কান্না জরিত কণ্ঠে বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো।ওই এলাকার সাবেক ইউপি সদস্য আপাং কাজী বলেন, আগুনে তাদের প্রায় ৩৫ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.