মোঃ সুমন,বিশেষ প্রতিনিধি, রাঙামাটি : কাপ্তাই সেনা জোনের আওতাধীন, কাপ্তাই জোন সদর, রাজস্থলী এবং বাংগালহালিয়া সাবজোনে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়।২৮ আগষ্ট রবিবার সকালে আয়োজিত হেডম্যান কারবারী সম্মেলনে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর উপস্থিতিতে কাপ্তাই জোন সদর এলাকার হেডম্যান কারবারিদের সাথে মতবিনিময় করেন। এই সময় কাপ্তাই জোনের জোন উপ-অধিনায়ক, স্থানীয় হেডম্যান, কারবারি এবং জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় হেডম্যান কারবারীদের উদ্দেশ্যে জোন কমান্ডার বলেন, কাপ্তাই সেনা জোন সব সময় সম্প্রিতী ও শান্তির পক্ষে রয়েছে। সেনাবাহিনী সর্বদায় আইন শৃংখলা রক্ষায় এবং যে কোন প্রতিকূল অবস্থায় আপনাদের পাশে থেকে কাজ করবে। তবে, আপনাদের এলাকায় যে সকল অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীর দল এলাকার সাধারন মানুষের কষ্টার্জিত জিবিকা নির্বাহের অর্থের উপর চাঁদাবাজী করে মানুষের জিবনকে অতিষ্ট করে তুলছে, তাদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার জন্য আহবান করেন। জোন কমান্ডার বলেন, সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে আপনারা তথ্য দিলে সেনাবাহিনী রাত দিন সর্বদায় আপনাদের পাশে থেকে সন্ত্রাস নির্মূল করতে প্রস্তুত রয়েছে। হেডম্যান কারবারিদের দুর্গম প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রশ্নের প্রেক্ষিতে জোন কমান্ডার আরো বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়নের আলোকে পার্বত্য চট্টগ্রামের রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে। এক্ষেত্রে আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র চাঁদাবাজদের দৌরাত্বের কারনে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো পার্বত্য চট্টগ্রামে কাজ করতে নিরুৎসাহিত হচ্ছে। ফলে দূর্গম এলাকায় সাধারন মানুষেরা ভোগান্তির স্বীকার হচ্ছে, এই প্রেক্ষিতে কাপ্তাই সেনা জোন কমান্ডার চাঁদাবাজদের উদ্দেশ্যে হুশিয়ারী করে বলেন সন্ত্রাসী এবং চাঁদাবাজি বন্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কাপ্তাই জোন কমান্ডার হেডম্যান, কারবারীদের চাহিদার প্রেক্ষিতে দুর্গম এলকা সমূহে সেনাবাহিনী কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করার আশ্বাস দেন এবং সশস্ত্র সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র জমা করে আত্মসমর্পন করে সাধারন জিবনে ফিরে আসার আহবান জানান। পরিশেষে জোন কমান্ডার বলেন, সাধারন জনগনের পাশে থেকে কাজ করাকে সেনাবাহিনীর দুর্বলতা নয়, বরং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনী বরাবরই কঠোর অবস্থানে রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]