মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি, রাঙামাটি :কাপ্তাই উপজেলা পুষ্টি সমন্ময় কমিটির আয়োজনে পুষ্টি পরিকল্পনা প্রনয়ন বিষয়ক এক সভা বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা পুষ্টি সমন্ময় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এসময় পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহামেদ চৌধুরীর পরিচালনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংক বিকাশ চাকমা, কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, উপজেলা প্রাণীসম্পদ বিভাগের উপ সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা চিংহ্লাউ মারমা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা মধুসুদুন দে, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা প্রমুখ।সভায় আগামী বছরে স্বাস্থ্যবিভাগের পুষ্টি সেবা কার্যক্রম জোরদার করা ও অন্যান্য সকল বিভাগের সমন্ময়ে পুষ্টি কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে আলোচনা করা হয়। এবং পুষ্টি বিষয়ক পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন করার বিষয়ে সকলের উপস্থিতিতে বিভিন্ন সিন্ধান্ত গৃহীত হয়।