রাজধানীর কাকরাইলের রূপায়ণ করিম টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা কর্মকর্তা লিমা খানম বলেন, ‘১১ তলা ভবনটির নিচতলায় আগুন লেগেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।’
তিনি জানান, শনিবার বেলা ২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার খবর পান। এরপর সেখানে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
মো. মারুফ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রায় ঘণ্টা খানেক আগে হঠাৎ করেই আমরা আগুন লেগেছে এমনটি শুনতে পাই। পরে দেখি সবাই দৌড়াদৌড়ি করছে। তাৎক্ষণিক ফায়ারসার্ভিস ও পুলিশকে ফোন দেয়া হয়। পুলিশ এসে আশাপাশ এলাকা ঘিরে ফেলে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানের কার্যক্রম শুরু করে।’
বিকেল পৌনে চারটার দিকেও ভবন থেকে ধুয়া বের হতে দেখা যায়।
২০ তলা বিশিষ্ট ভবনটির পুরোটাই বাণিজ্যিক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]