মো জুয়েল রানা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসনে ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে পৌরশহরে ও বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে কসবা পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।
এসময় সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং হেলমেট না রাখা ও কাগজপত্র না থাকায় দুজন মোটরসাইকেল চালককে এক হাজার টাকা অর্থদন্ড ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে বাজারে বিভিন্ন দোকানে মুল্য তালিকা না থাকায় অভিযান চালিয়ে একাধিক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
পাশাপাশি দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখতে মুল্য তালিকা টানিয়ে রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা উদযাপনে পৌরশহরের বাজারে মানুষের শান্তিপুর্ন ঈদ কেনা-কাটা নিশ্চিত করতে দ্রব্য মুল্য তালিকা রাখার জন্য ও যানজট নিরসনে ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এই অভিযান পরিচালনা করা হয়ে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]