জাহিদুল ইসলাম বেলাল,কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলামকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদন্নোতি দিয়ে (শাখা প্রধান) ভূমি মন্ত্রণালয় বদলি করা হয়েছে।
গত ১৫ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এ প্রজ্ঞাপনে বলা হয় আগামী ২২ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। অন্যথায় স্টান্ড রিলিজ করা হবে।
এ বদলীর খবরে ইউএনও কতৃক ক্ষতিগ্রস্ত কুয়াকাটার ক্ষুদ্র ব্যবসায়ীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
মঙ্গলবার রাত পৌনে ১০ টায় ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, মসজিদের মুসুল্লিরা জড়ো হয়ে এ মিছিল বের করে।
মিছিলটি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক সহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]