নড়াইল সদর উপজেলা প্রতিনিধি: “করোনা আসছে” শিরোনামে ব্যতিক্রমী এক সচেতনতা কার্যক্রম চালাচ্ছে নড়াইলের তরুণদের একটি দল। মঙ্গলবার সকাল ১১টায় নড়াইল রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও বিভিন্ন স্কুল এলাকায় পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির এই কার্যক্রম পরিচালনা করেন তারা।
দলের নেতৃত্বে ছিলেন আশিকুর রহমান সৌরভ। তার সঙ্গে ছিলেন টিমের সদস্য সাদ বিন আবিদ, ঋত্বিক রায়, আকিকুর রহমান সজলসহ আরও অনেকে।
এই বিষয়ে সৌরভ জানান, “আমরা নড়াইল শহরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কাজ করছি। আজও তারই অংশ হিসেবে পোস্টার ও লিফলেট বিতরণ করেছি এবং বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছি।”
তিনি আরও বলেন, “বর্তমানে করোনার নতুন ভেরিয়েন্ট আগের চেয়ে বেশি সংক্রামক। তাই এই ভাইরাস প্রতিরোধে সকলকে আরও সচেতন হতে হবে। আমরা চাই সবাই সচেতন থাকুক এবং সুস্থ থাকুক।”
টিমটির এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। তারা জানায়, ভবিষ্যতেও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]