
মুকুল বোস বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, জননেতা মো. আব্দুর রহমান। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোভিড ১৯ টিকার ১ম ডোজ গ্রহণ করেন তিনি।
ভ্যাকসিন গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় মো. আব্দুর রহমান বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের কথা চিন্তা করেন ও মানুষের সুস্থতার জন্য করোনা ভ্যাকসিন বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে নিয়ে এসেছেন। যা বাংলাদেশের মানুষ সাদরে গ্রহন করে স্বতস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন।
আব্দুর রহমান আরও বলেন, বিশ্বের মধ্যে ভ্যাকসিন প্রাপ্ত বাংলাদেশ অন্যতম। তিনি বলেন, টিকা নিতে কোন ঝামেলা পোহাতে হয়নি। আর টিকা নিয়ে ভয়ের কিছু নাই। সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি।
                     
                    
                    
                    
	
				
		no views