রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ১৭ মহর্রম ১৪৪৭
কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে পুরষ্কার বিতরন ও আলোচনা সভা
রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ "মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" এই শ্লোগান নিয়ে ফরিদপুরে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে পুরুষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ৩০ অক্টোবর শনিবার বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা হল প্রাঙ্গণে এসে শেষ। এরপর অম্বিকা হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।ফরিদপুর কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে এবং জেলা পুলিশের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান (বিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার, সদর উপজেলা চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিযয়ক সম্পাদক অমিতাভ বোস, নগরকান্দা উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বেলায়েত হোসেন, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।সভায় বক্তারা বলেন "জনতাই পুলিশ, পুলিশই জনতা" এই নীতি নিয়ে ২০১৬ সালে কমিউনিটি পুলিশং এর যাত্রা শুরু করে এখন পর্যন্ত কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও কমিউনিটি পুলিশের সব ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপস্থিত সকলে অঙ্গীকার ব্যাক্ত করেন।সভা শেষে নগর কান্দা উপজেলা কমিউনিটি পুলিশ কর্মকর্তা এস আই আব্দুল জলিল ও নগর কান্দা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ বেলায়েত হোসেন কে তাদের কাজের কৃতিত্ব স্বরুপ আইজিপি পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.