মো: উস্তার আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সম্প্রতি জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার দিরাইয়ের পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থী সোহম দাস দ্বিতীয় স্থান অধিকার করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে দিরাই ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন কর্তৃক এই শিশুটির সাফল্যে উপলক্ষে দিরাই উপজেলা গণমিলনায়তনের হলরুলে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
দিরাই ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও দৈনিক যুগান্তরের দিরাই প্রতিনিধি জিয়াউর রহামন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক,দিরাই সরকারী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,দিরাই প্রেসক্লাবের সাবেক আহবায়ক সুয়েব হাসান চৌধুরী,শুকরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নারায়ন দাস,অসিম চৌধুরী, সাংবাদিক শাহজাহান সিরাজ,দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম,সাংবাদিক ছইদুর রহমান,সোহাগ আহমদ,জিলানী খান,এহিয়া লিটন,আব্দুল্লাহ রাজী,আয়ূমান,ঝৃুটন সূত্রধর,রাজীব দাস ও দূর্জয় রায়সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
দিরাই উপজেলা নির্বাহী অফিসারসনজিব সরকার বলেন,হাওরের সুসন্তান হিসেবে দিরাই পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্র্রেনীর শিশু শিক্ষার্থী সোহম দাস গত পহেলা জুন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহন করে জাতীয় পর্যায়ে সারাদেশের মধ্যে দ্বিতীয়স্থান অধিকার করে দিরাই তথা সুনামগঞ্জের সুনামকে আরো বাড়িয়ে দিয়েছেন। এই জেলা হচ্ছে বাউল স¤্রাট শাহ আব্দুল করিম,হাসন রাজা,রাধারমন দত্তসহ অনেক ক্ষনজন্মা গুনী লিশ্পীদের জন্মস্থান। কাজেই প্রতিটি সন্তানের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের আরো বেশী করে মনোযোগী হতে উপস্থিত অভিভাবকদের প্রতি আহবান জানান। শেষে চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ২১ জন বিজয়ী শিশু শিক্ষার্থীসহ সোহম দাসের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অসিম রায় চৌধুরী ও আরেক আবৃত্তি শিক্ষক সুমনা দাস রিম্পীর হাতে ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দরা।