রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ৫ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ৯ মহর্রম ১৪৪৭
কচুয়া জিংক সমৃদ্ধ ব্রি-৭২ জাতের ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় জিংক সমৃদ্ধ ব্রি-৭২ জাতের ধানের কৃষক মাঠ দিবস-২০২১ অনুষ্ঠিত হয়েছে।২৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে মঘিয়া ইউনিয়নের খলিশাখালী এলাকায় কৃষক মাঠ দিবস ২০২১ উপলক্ষে ব্রি ধান-৭২ জাতের ধান কর্তন ও কৃষক দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এদিন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কৃষকদের সাথে আলোচনায় অংশ নেয় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.শাহাবুদ্দিন।মঘিয়া ইউনিয়নের প্রোগ্রাম অফিসার শিউলি কস্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,উপসহকারী কৃষি অফিসার সঞ্জিত কুমার মল্লিক।এদিন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মঘিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিপটন বালী,খলিশাখালী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সন্তোষ দেবনাথ,মঘিয়া গ্রাম উন্নয়ন কমিটির সহ সভাপতি রুবিয়া বেগম,কাঠালিয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আলামিন শিকদার,কৃষক কমিটির সভাপতি সমর কুমার দত্ত,সংকর ডালী, কচুয়া এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার মন্ডল,রিপন হালদার কল্লোল বেঞ্জামিন দাস,ইশিতা বৈরাগী,সমর হালদার সহ এপির গাব্রিয়া শিকদার।এছাড়াও গ্রাম উন্নয়ন কমিটির সদস্য কৃষক কমিটির সদস্য,স্থানীয় কৃষক-কৃষাণী প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.