এস কে রাজু আহমেদ, খালিশপুর থানা প্রতিনিধি ;
ওয়ালটনের এসি কিনে ১০ লাখ টাকা পেলেন খুলনার মিঠুন দত্ত ওয়ালটনের এসি কিনে ১০ লাখ টাকা পেলেন খুলনার মিঠুন দত্ত।
এবার দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের এসি কিনে মিলিয়নিয়ার হলেন খুলনার খালিশপুরের মিঠুন দত্ত। পেলেন ১০ লাখ টাকা। ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে মিঠুন দত্তের পরিবার।
মিঠুন দত্ত খালিশপুরের দুর্বার সংঘ ক্লাব এলাকায় বসবাস করেন। খালিশপুর এলাকায় মাম্পি জুয়েলার্স নামক একটি জুয়েলারি দোকান রয়েছে তার।
শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) বিকেলে খালিশপুর চিত্রালী শ্রমিক ময়দানে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মিঠুন দত্তের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারো মিলিয়নিয়ার’ স্লোগানে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। এর আওতায় চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়া রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার।
Notifications