1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

এক দশক পর তারাগঞ্জ বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি থেকে নাহিদুজ্জামান
  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি থেকে নাহিদুজ্জামান:  দীর্ঘ এক দশক পর সরাসরি ভোটে রংপুরের তারাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতৃত্ব নির্বাচিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৭ টায় ভোট গণনা শেষে সিরাজুল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসান শিপুকে সাধারণ সম্পাদক এবং মাহবুবার রহমান ও কোবায়েদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

‎দলীয় সূত্রে জানা গেছে, এতদিন তারাগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে শনিবার তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে দলটির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক পদে ৩ জন করে মোট আটজন প্রার্থী অংশ নেন।
‎ কাউন্সিলে অংশ নেয়া প্রার্থীদের মার্কায় ৩৫৫ জনের মধ্যে ৩৫৩ জন ভোটার ভোট দেন। দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে রাত সাড়ে ৭ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
‎ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ১৮২ ভোট পেয়ে সিরাজুল ইসলাম নির্বাচিত হন, অ্যাডভোকেট মাকদুম আলম পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মেহেদী হাসান শিপু, গোলাম কিবরিয়া পেয়েছেন ১১৬ ভোট। মাহবুবার রহমান পেয়েছেন ২১৮ ভোট ও কোবায়েদ হোসেন ১৯০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সোনাউল্লাহ সরকার পেয়েছেন ১৫৫ ভোট।

‎সম্মেলন উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য এডভোকেট আফতাব উদ্দিন।

‎নব নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বলেন, দীর্ঘ ১০ বছর পর নেতাকর্মীরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন। এতে তৃণমূলের মধ্যে নতুন করে প্রাণ চঞ্চল্য ফিরে এসেছে। এতে সাংগঠনিক গতিও বাড়বে।


Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি