মোঃ সাঈদুর রহমান,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি: চলতি বছরের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজ উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কলেজটির পাশের হার ৮৪ দশমিক ৪৯ শতাংশ।
ভূরুঙ্গামারী মহিলা কলেজ উপজেলায় একমাত্র স্বতন্ত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উপজেলার যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ জনের বেশি শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তার মধ্যে ভূরুঙ্গামারী সরকারি কলেজের পাশের হার ৮২ দশমিক ৭২, বলদিয়া কলেজের ৮১ দশমিক ১৬ এবং সোনাহাট কলেজের পাশের হার ৫৪ দশমিক ২০।
অপরদিকে আলিম পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার পাশের হার ৭১ দশমিক ৪২, বাউসমারী ফাযিল মাদ্রাসার ৭০ দশমিক ৫৮ এবং চর বারুইটারী আলিম মাদ্রাসার পাশের হার ৭০ দশমিক ৮৩।
এছাড়া মইদাম কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে, আর ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে।
ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক বলেন, “ভূরুঙ্গামারী মহিলা কলেজের ছাত্রীরা বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করছে। শিক্ষকবৃন্দের একনিষ্ঠ পরিশ্রমের ফলেই এই সফলতা এসেছে।”