মোঃ সাঈদুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম নিজ হাতে তার নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ শুরু করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে স্থাপিত দুটি বিলবোর্ড ও প্রচারণার ব্যানার তিনি নিজেই খুলে ফেলেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সকল পোস্টার, ব্যানার, বিলবোর্ড, গেট ও আলোকসজ্জা অপসারণের নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন। এই নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে এবং আইন মেনে চলার দৃষ্টান্ত স্থাপন করতে আনোয়ারুল ইসলাম মাঠে নেমে নিজ হাতে প্রচারসামগ্রী অপসারণের উদ্যোগ নেন। উপজেলা সদরের বিভিন্ন স্থান ঘুরে তাকে ব্যানার খুলতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান, সদর ইউনিট সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান শামীম, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম।
জামায়াত উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন বলেন, “জামায়াত প্রার্থীর এ উদ্যোগে সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা গেছে। আইন মেনে চলার যে উদাহরণ তিনি স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা মানা প্রত্যেক প্রার্থীর দায়িত্ব। আমি চাই নির্বাচন হোক শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আইনানুগ। তাই উদাহরণ তৈরির জন্য নিজ হাতেই ব্যানার খুলতে শুরু করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় আমার সকল প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের দেওয়া হয়েছে।”
নির্বাচন কমিশন ঘোষিত নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ বাধ্যতামূলক। নির্দেশনা অমান্য করলে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]