দৈনিক শিরোমণি,মাদারীপুর প্রতিনিধি:ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের যুবক সাগর বালার মরদেহ তার নিজ বাড়ি এসেছে ফিরল। ২৮ নভেম্বর শুক্রবার বিকালে মরদেহ বহনকারী গাড়িটি তার বাড়ির সামনে এলেই সবার মাঝে কান্নার রোল পরে যায়। এসময় তার পরিবার, প্রতিবেশী ও স্বজনরা চোখের পানিতে বুক ভাসিয়ে নিহত সাগর বালার মরদেহ কাধে নিয়ে বাড়ির উঠানে নিয়ে আসে। সাগরকে এক পলক দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান। সেখানে গত দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি। ইতালিতে থাকা অবস্থায় সে গত সেপ্টেম্বরে নিখোঁজ হন।
নিখোজের কয়েকদিন পর গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার (বাংলাদেশ সময়) দিকে সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ইতালির পুলিশ। মরদেহটি কালো ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়। ২৪ সেপ্টেম্বর দুপুরের সাহরের নিহত হওয়ার খবর তার বাড়ীতে আসে। নিহত সাগর বালা মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। সাগর বালার মরদেহ
মুলত ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগর বালা খুন হয়েছিল
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]