জাহাঙ্গীর আলম রাজু, আশুলিয়া থানা প্রতিনিধি:ঢাকার আশুলিয়ায় র্যাবের অভিযানে মাসুদ নামের এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়ার ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকর একটি তিনতলা ভবনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি মাসুদ পাবনার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজ হেফাজতে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র রেখেছিলেন।
র্যাব-৪ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকায় তিনতলা ওই ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় কক্ষটি থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি,দেশিও অস্ত্র ও বিদেশী খালি মদের বোতলসহ তাকে গ্রেফতার করা হয়। সে একটি সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব-৪-এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]