রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৭
আশুলিয়ায় ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
আব্দুল জলিল মিয়া সাভার (আশুলিয়া), ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আশুলিয়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৪শে অক্টোবর রবিবার সকালে আশুলিয়া ইউনিয়নের তুরাগ নদীর উপর রুস্তমপুর-উত্তরা ব্রিজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।এসময় রুস্তমপুর, শাওলাটাকি,বিনোদপুর,নয়াপাড়া,পাড়াগ্রাম,দেউন,সাঁইপাড়া,দামপাড়া,খাগান, চাঁদগাও,মিরের চাঁনগাও,সাধুপাড়া এলাকার প্রায় কয়েক শতাধিক মানুষ, স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে আশুলিয়া ইউনিয়নের তুরাগ নদীর উপর রুস্তমপুর-উত্তরা ব্রিজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।এসময় বক্তারা জানান দীর্ঘ দিন ধরে এই ব্রিজটি হওয়ার কথা থাকলেও কি কারণে এর কাজ হচ্ছে না তা তাদের জানা নেই। ১০-১২টি এলাকার হাজার হাজার মানুষ এই নদী পথে নৌকা যোগে ঢাকায় যাতায়াত করে। যার কারণে তাদের বিভিন্ন সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।নদী পথে যাতায়াতের সময় অনেক দূর্ঘটনারও আশংকা থাকে।কিছু দিন পূর্বে এই নদী পথে যাতায়াতের সময় কয়েক জনের মৃত্যুও হয়েছে। তাই দ্রুত যেনো এই ব্রিজটি নির্মাণ করা হয় এটা তাদের প্রাণের দাবি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.