রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২ | ২০ রবিউল আউয়াল ১৪৪৭
আশুলিয়া থানা ছাত্রলীগের কমিটির জন্য সিভি আহ্বান
রেদোয়ান হাসান সাভার ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা উত্তর শাখার অন্তর্গত আশুলিয়া থানা কমিটি গঠনের লক্ষ্যে নেতাকর্মীদের নিকট জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।রোববার রাতে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন আহ্বান জানানো হয়।এই বিজ্ঞপ্তির মাধ্যমে আশুলিয়া থানা ছাত্রলীগের কমিটিতে বিভিন্ন পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত, ২ কপি ছবি ও এসএসসি পাশের সনদের ফটোকপিসহ যাবতীয় তথ্য প্রেরণের জন্য আহ্বান জানানো হয়েছে নেতা-কর্মীদের প্রতি।এসব তথ্য প্রদানের জন্য নিম্নউল্লেখিত দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে,
১। মীর সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ, ০১৬২৫০৪৪৪৭৬।
২। রবিন খান, উপ-দপ্তর সম্পাদক, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ, ০১৯৩৫৮১২৩৭৭।
৩। হান্নান শাকিব, উপ-দপ্তর সম্পাদক, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ, ০১৬০৯৭০০৯০১।
৪। তৌহিদুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ, ০১৯৮০৫৫৫৫৬৫।
আগামী ২০ সেপ্টেম্বর তারিখের মধ্যে আশুলিয়া থানা কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্তসহ যাবতীয় তথ্য প্রদানের আহ্বান জানানো হয় এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। এছাড়া বিভিন্ন যারা অবিবাহিত, নিয়মিত ছাত্র ও ২৯ বছরের ঊর্ধ্বে নয় এমন নেতাকর্মীদের কমিটির বিভিন্ন পদে অন্তর্ভুক্তির জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.