রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্রম ১৪৪৭
আমরাই খুলনা বিভাগ এস এস সি ২০০০ ব্যাচের টুইটআপ অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ শুক্রবার সকাল ৯ঃ৩০ মিনিটে খুলনা জেলার লবণচোরা থানা সংলগ্ন ক্যাপে ডি এন্টেলিয়া রিসোর্টে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্পিত করোনাভাইরাস এর বিধিনিষেধ মেনে এবং সীমিত পরিসরে অনলাইন ভিত্তিক গ্রুপ " আমরাই খুলনা বিভাগ এস এস সি ২০০০" ব্যাচের টুইটআপ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ এন্ড হাসাপাতালের চেয়ারম্যান ডাঃ গাজী মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন "আমরাই খুলনা বিভাগ এস এস সি ২০০০" ব্যাচের খন্দকার আমিরুল ইসলাম গ্রুপ ক্রিয়েটর এন্ড এ্যাডভাইজার।

এম এম হাফিজ এ্যাডভাইজার, মো বায়জীদ হোসেন এডমিন, ইসতিয়াক হোসেন এডমিন, আনিস হায়াত খান এডমিন, নাসিবুল হাসান মিটন মডারেটর, বিথী মডারেটর, মো শাহীন হোসেন মডারেটর। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ টি জেলা থেকে টুইট টপ অনুষ্ঠানে আমরাই খুলনা বিভাগ এস এস সি ২০০০ সালের সকল বন্ধুরা অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের আয়োজনে ছিল মাস্ক বিতরণ, অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ, সকালের নাস্তা পরিবেশণ, পরিচিতি সভা, গেঞ্জী বিতরণ, দুপুরের খাবর পরিবেশণ, সৃতি স্বরুপ ক্রেস্ট বিতরণ, সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার গাজী মিজানুর রহমান, ডাক্তার আবু রায়হান নিবিড়, গায়ক শহিদুল ইসলাম, পায়েল শিল্পগোষ্ঠীর সংগীতশিল্পী এবং নৃত্যশিল্পীরা গান এবং নাচ পরিবেশন করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.