শাহ মনির হোসেন ধর্মপাশা (উপজেলা) প্রতিনিধি: ০৭ জুলাই রোজ সোমবার,বিকাল-2টায়,ধর্মপাশা উপজেলা ডিজিটাল হল রুমে নবীন হাফেজ ও আলেমদের সংবধনা অনূষ্ঠানে মাধ্যমে ১৬জন আলেম কে ক্রেস বিতারন , ১৫জন নবীন হাফেজ ও ০৫ জন প্রতিবন্ধী, ৩১জন হত দারিদ্র মাঝে নগদ ১০০০ টাকা করে আর্থিক সাহায্য করলেন-আব্দুল জলিল ফাউন্ডেশন, উক্ত সংবধনা অনুষ্ঠানে মাওলানা আনোয়ার হোসেন আজাদী এর সঞ্চালনায়
উদ্বোধক-জনাব আব্দুল জলিল , প্রতিষ্ঠাতা ,আব্দুল জলিল ফাউন্ডেশন,
এতে অতিথি হিসিবে বক্তব দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জনি রায়,
সংবধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক জনাব এস এম রহমত, উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য জনাব- মোহাম্মদ নিহাল উদ্দিন , উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব কাজী মাজারুল হক চৌধুরী, জামালগঞ্জ উপজেলার জনাব জুলফিকার রানা চৌধুরী, ঢাকা প্রেসক্লাবে সদস্য, জনাব ফারুক আহমেদ প্রমুখ
আব্দুল জলিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল জলিল সাহেব বলেন আমি হত দারিদ্র শিক্ষার্থী কে দেখেছি অর্থ কারণে তারা তাদের স্বপ্ন পূর্ন করতে পারেনা, তাই আমি আমার অর্থায়ণে এই উদ্দ্যেগ নেয়। আমার ফাউন্ডেশনের পাশে থেকে গরীব দুখি মানুষের হাসি ফুটানোর জন্য সকল কে আহবান জানায়।
ধর্মপাশা উপজেলা জমিয়তের উলামা ইসলাম এর সাধারন সম্পাদক – জনাব মাওলানা মোজাম্মেল হক, উক্ত সংবর্ধনায় সমাপনী বক্তব্য ও দোয়া মাধ্যমে সমাপ্ত ঘোষনা করিলেন।