রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১ জানুয়ারি ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২ | ১১ রজব ১৪৪৭
আবিদুল্লাহ্ বাহার রাফিনের ৩য় জন্মবার্ষিকী উদযাপন
শাহ্ হিরো, বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার রাত ০৯:০০ টায় খুলনা জেলা পরিষদের ১০নং ওয়ার্ড সদস্য, যুব সমাজের অহংকার মোঃ- হাবিবুল্লাহ বাহার হাবিবের একমাত্র পুত্র সন্তান ও ১নং আমাদী ইউনিয়নের রুপকার, বারবার নির্বাচিত, মাদার তেরেসা পুরষ্কারপ্রাপ্ত জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইনের এক মাএ দাদু ভাই আবিদুল্লাহ্ বাহার রাফিন” এর ৩য় জন্মবার্ষিকী খুলনার রুপসা নদীর ঘাট সংলগ্ন রুপসা সানোনের রিভার ভিউ ক্যাফেতে অনুষ্ঠিত হয়।
হালকা শীত, বহমান মৃদু হাওয়ার , পাশে নদীর স্রোতের কলকল শব্দে, শুভেচ্ছা ধ্বন্নি ও উৎসবমুখর প্রাকৃতিক পরিবেশে আবিদুল্লাহ বাহার রাফিন কে নিয়ে কেক কাটেন তার আব্বু-আম্মু ও দাদা-দাদী। পরবর্তীতে একে একে পরিবারের সকল সদস্যরা কেক কাটা ও ফটো সেশনে অংশগ্রহণ করেন।
জন্মবার্ষিকীতে আবিদুল্লাহ বাহার রাফিনের ছোট আব্বু তরুন সমাজ সেবক রহমতুল্লাহ সুজন, দাদি আয়েশা আমির, ফুফা-ফুপি সহ হাজী পরিবারের প্রমুখ ব্যক্তিবর্গ তার বিশেষ এই আগমনী দিনের শুভেচ্ছা, নিরন্তর শুভ কামনা এবং শারিরীক সুস্থতা, দীর্ঘায়ু কামনা করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.