রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্রম ১৪৪৭
আগুন লেগে ১৬টি কক্ষ পুড়ে ছাই, মৃত্যু-১
আব্দুল জলিল মিয়া সাভার আশুলিয়া ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সাভারের আশুলিয়া থানাধীন পবনার টেক এলাকায় জ্বলন্ত চুলা থেকে টিনসেড ঘরে আগুন লেগে আঁখি মনি নামের তিন বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার জামগড়া পবনার টেক রুপায়ন মাঠ এলাকার হুমায়ুন ও হানিফের টিনসেড বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।আঁখি মনি লালমনিরহাট জেলা থানার বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে৷ রফিকুল ইসলাম ও তার স্ত্রী ওই এলাকায় সন্তানসহ ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করেন।স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রথমে হুমায়ুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়।পরে সেখান থেকে হানিফের বাড়িতে আগুন লাগে। হুমায়ুনের বাড়িতে ছয়টির মত কক্ষ আছে।সেখানে একটি কক্ষে আঁখি মনি ছিল। সে বের হতে না পেরে পুড়ে মারা যায়।দুই বাড়ি মিলিয়ে প্রায় ১৬টি কক্ষ পুড়ে গেছে।ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়ার হাউজের ইনচার্জ জিহাদ হোসেন বলেন, রাত ৮টার দিকে আগুনের খবর পেয়ে পৌনে ৯টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাই। এ ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে। আগুনে প্রায় ১৬টি কক্ষ পুড়ে ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.