রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ১৮ মহর্রম ১৪৪৭
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা পরিষদের চেয়ারম্যান-রকেট
নিরেন দাস জয়পুরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে বাড়িঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।শুক্রবার (০৭ জানুয়ারি)সকালে আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের খোঁজখবর ও নগদ অর্থিক সহযোগিতা প্রদান করেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফারুক হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।উল্লেখ্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলায় ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের মামুনুর রশীদ ও মকুল হোসেনের বাড়িতে গত বুধবার সকালে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে আগুন লাগার খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই দুটি পরিবারের ঘর আসবাবপত্র ধান, চালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।তারই ধারাবাহিকতায় শুক্রবার আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে নগদ সহযোগীতাসহ খোঁজখবর নেয়ার জন্য ওই গ্রামে যান জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.