আরিফ হাজরা, কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আমি বিশ্বাস করি, আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের সাংগঠনিক অবিভাবক জনাব তারেক রহমান সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন তাঁর সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার কুললা ইউনিয়নের জাঠিয়া সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন শেষে সনাতনী ধর্মালম্বীদের সাথে মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,আমাকে আপনাদের পাশে একটু জায়গা করে দিবেন।আমাকে আপনাদের খুঁজতে হবে না।আমি আপনাদের কাছে আসবো।আপনাদের সমস্যার কথা শুনবো এবং সমাধান করার চেষ্টা করবো।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপির এই সম্ভাব্য প্রার্থী সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার,বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, কাজী অমিত মাহমুদ,উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সাথে ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]