রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬
আইচা প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক সচিব মেজবাহ উদ্দিন
রবিবার (২৩ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব পরিদর্শন কালে তিনি ক্লাবের উন্নয়ন কর্মকান্ড দেখেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনা করেন। এর আগে তিনি দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ীদের ঘরে ঘরে গিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। এছাড়া দিনব্যাপী তিনি চরফ্যাশন উপজেলার শশীভূষণ,উত্তর আইচা, নতুন বাজার,পুরাতন মানিকা, কচ্ছপিয়া, আট কপাট, জলিল বেপারী হাট রসুলপুর নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে ঈদের শূভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড ও দক্ষিণ আইচা সহ চরফ্যাশন উপজেলার সকল সমস্যার বিষয়ে লিখনীর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
এসময় দক্ষিণ আইচা প্রেসক্লাবের সভাপতি আদিত্য জাহিদ চৌধুরী, সম্পাদক সেলিম রানা, যুগ্ন-সম্পাদক শামসুদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক এম আর মমিন, ও দক্ষিণ আইচা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার তালুকদার, অর্থ সম্পাদক জুয়েল দাস সহ দৈনিক খোলা কাগজ চরফ্যাশন প্রতিনিধি রুবেল, ও দৈনিক ভোলা টাইমস্ প্রতিনিধি এইচ এম নোমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিশেষে সাবেক সচিব মেজবাহ উদ্দিন প্রেসক্লাবের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্তের প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.