মোঃ রেজাউল ইসলামঃ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর মৃত্যুঞ্জয় স্কুল এলাকায় যুগের পর যুগ অযত্নে অবহেলায় খোলা আকাশের নিচে পড়ে থাকা শতাব্দী প্রাচীন মুদ্রণযন্ত্রটির ঠাঁই হলো জাদুঘরে। আজ (৩০ আগস্ট ২০২৫) বেলা ১১ ঘটিকায় ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমীনের তত্ত্বাবধানে মুদ্রণযন্ত্রটি উদ্ধার করে ময়মনসিংহ জাদুঘরে নিয়ে যাওয়া হয়। এ সময় পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ইউরোপে প্ল্যাটেন প্রেস তৈরির ফলে তা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠে। বিশেষ করে ইংল্যান্ডের H.S. Cropper & Co’র তৈরি প্লাটেন প্রেস অধিক জনপ্রিয় হয়। ফলে তৎকালীন ভারতবর্ষের মুদ্রণশিল্পেও এই কোম্পানীর মুদ্রণযন্ত্র ততদিক সমাদৃত হয়। যার ধারাবাহিকতায় পূর্ব প্রজন্মের প্রগতিশীল মানুষদের হাত ধরে শতাব্দী প্রাচীন এই মুদ্রণযন্ত্রটির ময়মনসিংহে আগমন ঘটে। মুদ্রণশিল্পের অনন্য নিদর্শন হিসেবে বর্তমানে ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের জাদুঘরে এই মুদ্রণযন্ত্রটি সংরক্ষণ করা রয়েছে।সদ্য গঠিত ময়মনসিংহের পুরাকীর্তি সুরক্ষা কমিটি ময়মনসিংহ নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের নিকটে শতাব্দী প্রাচীন এই মুদ্রণযন্ত্রটির সন্ধান পেয়ে গত ০৬ আগস্ট ২০২৫ তারিখে পরিদর্শন করে। পরিদর্শনকালে অযত্নে অবহেলায় পড়ে থাকা প্রাচীন মুদ্রণযন্ত্রটি সংরক্ষণের দাবী জানায়। পরবর্তীতে পুরাকীর্তি সুরক্ষা কমিটি মুদ্রণযন্ত্রটি ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণের দাবীতে গত ২৫ আগস্ট ২০২৫ তারিখে ফিল্ড অফিসার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ বরাবর আবেদন করে, যার অনুলিপি বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক ও এসপি, ময়মনসিংহ এর নিকট প্রেরণ করে।পুরাকীর্তি সুরক্ষা কমিটির আবেদনের প্রেক্ষিতে ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন শতাব্দী প্রাচীন মুদ্রণযন্ত্রটি সরেজমিনে পরিদর্শন করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ করেন। উর্ধতন কর্তৃপক্ষের নিকট হতে সিদ্ধান্ত প্রাপ্তি সাপেক্ষে আজ (৩০ আগস্ট ২০২৫) শতাব্দী প্রাচীন মুদ্রণযন্ত্রটি উদ্ধার করে সংরক্ষণের লক্ষ্যে ময়মনসিংহ জাদুঘরে নিয়ে যাওয়া হয়।প্রত্ততত্ত্ব অধিদপ্তর কর্তৃক শতাব্দী প্রাচীন মুদ্রণযন্ত্রটি উদ্ধার করে ময়মনসিংহ জাদুঘর নিয়ে যাওয়ার সময় উপস্থিত পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বলেন, ময়মনসিংহে প্রাচীন পুরাকীর্তির ভান্ডার রয়েছে, যা বিভিন্ন স্থানে অযত্ন অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যথাযথ সংরক্ষণ ও দেখভালের অভাবে মূল্যবান প্রাচীন পুরাকীর্তি সমুহ ধ্বংস, বিলীন, বেহাত হচ্ছে। তিনি বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্থাবর পুরাকীর্তি সমুহ উদ্ধার করে জাদুঘরে সংরক্ষণ ও স্থাবর পুরাকীর্তি সমূহ সংশ্লিষ্ট স্থানে যথাযথভাবে সংরক্ষণ করা অতীব জরুরি। তাহলে প্রজন্ম জানতে পারবে নিজ জাতির ক্রমবিকাশের ইতিহাস। পুরাকীর্তি হলো চাক্ষুষ ইতিহাস। এ ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল এর উপদেষ্টামণ্ডলীর সদস্য হাসান মাসুদ, সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল কাদের চৌধুরী, মো: চাঁন মিয়া ফকির, সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ, কার্যকরী সদস্য সাংবাদিক শফিয়েল আলম সুমন, সাংবাদিক মো: রেজাউল ইসলাম, কবি আফতাব আহমেদ মাহবুব, চিত্তরঞ্জন দাস, জিয়া রহমান প্রমূখ।