1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

অনলাইন জুয়ায় নিঃস্ব হাজার হাজার যুবক

সোহরাব হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সোহরাব হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি: অনলাইন জুয়ায় প্রতিদিন নিঃস্ব হচ্ছে হাজার হাজার যুবক। এক ক্লিকে উড়ে যাচ্ছে হাজার থেকে লক্ষ লক্ষ টাকা। এ যেন এক পৌরাণিক কাহিনীর মতো। অনলাইন জুয়াগুলো সমাজে এখন গ্রাস করেছে। অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে কলেজ ছাত্র থেকে মধ্য ব্যবসায়ী পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন তারকাদেরকে জুয়ার বিজ্ঞাপন প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। এতে করে সারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীরা অনেকেই অনলাইনে জুয়া খেলতে আগ্রহী হয়ে উঠছেন।
ফুটপাতের চা দোকানি থেকে শুরু করে সেলুন দোকানদার, হকার, বাড়ির নিরাপত্তা প্রহরী, বিক্রয়কর্মী থেকে শুরু করে ভবঘুরে, বাস-ট্রাকের চালক-হেলপার, সিএনজিচালক, নির্মাণশ্রমিক, গৃহপরিচারিকা, রিকশাচালক ও দিনমজুর শ্রেণির মতো একেবারে নিন্ম আয়ের মানুষ এখন দিনের একটা সময় অনলাইনে বাজি ধরতেই ব্যস্ত থাকে।এদের কেউ কেউ জুয়া খেলে অর্থ আয় করলেও অনেকেই আবার নিঃস্ব হয়ে গেছেন অনলাইন জুয়ার আসরে। প্রতিবেদন অনুয়ায়ী, ওই শ্রেণী-পেশার মানুষেরা এক হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত বাজি ধরে এবং তারপর এক পর্যায়ে নিঃস্ব হয়ে যায়।সরকার গত কয়েক বছরে সাড়ে তিন হাজারের বেশি জুয়ার সাইট বন্ধ করেছে। সিআইডি, ডিবি ও র‌্যাবের হাতে ধরা পড়েছে জুয়ার সাইট পরিচালনাকারী শতাধিক ব্যক্তি। তবে প্রতিটি সাইট বন্ধ করার পরপর এই চক্র ভিপিএন দিয়ে সাইটগুলো আবার সচল করে।সাতক্ষীরার গ্রাম থেকে শহর চায়ের দোকান থেকে শপিংমল সব জায়গায় পৌঁছে গেছে জুয়ার বিস্তার। প্রতিদিন জুয়া খেলে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে তরুণ যুবকরা।অনেক সময় জুয়ার টাকা জোগাড় না করতে পের উঠতি বয়সী তরুণরা চুরি- ছিনতাইে ঝুঁকছে। জোটবদ্ধ হয়ে কিশোর গ্যাং তৈরি করে রাতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে সর্বস্ব লুট করে নিচ্ছে।অনুসন্ধানে দেখা গেছে, জুয়ার ক্ষতিকর প্রভাব পড়েছে সাতক্ষীরা শহর থেকে অজপাড়া গাঁয়ের অলিগলিতে। এসব এলাকায় জুয়ার প্রভাবে কিশোর গ্যাং সদস্যরা প্রতিনিয়ত ছিনতাই ডাকাতি করছে।শহরের পলাশপোল,কাটিয়া পুরাতন সাতক্ষীরা থেকে শুরু করে ধুলিহর, ব্রহ্মরাজপুর, ফিংড়ী ইউনিয়ন সহ তালা,কলারোয়া, পাটকেল ঘাটা, আশাশুনী থানার প্রতিটি এলাকার পাশাপাশি কালিগঞ্জের বিষ্ণুপুর, বন্দকাটি, নারায়ণপুর, মৌতলা, কৃষ্ণনগর, রতনপুর, নলতা ও শ্যামনগরের কৈখালী, গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ জুয়ার প্রভাবে ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়েছে। তাছাড়া দেবহাটার পারুলিয়া, সখিপুরসহ বিভিন্ন এলাকার জুয়ার প্রভাবে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অঞ্চলের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছে। সয়তানের নিশ্বাস ব্যবহার করে সর্বস্ব লুট করছে এই কিশোরগ্যাং।চেতনানাশক স্প্রে ব্যবহার করে সর্বস্ব লুট হওয়া ভুক্তভোগীরা বলছে, আমরা অনিরাপদ জীবন যাপন করছি। একসময় চিহ্নিত চোর ডাকাতি ছিল। এখন অল্প বয়সী কিশোর তরুণরা কিশোর গ্যাং তৈরি করে চেতনাশক স্প্রে ব্যবহার করে সর্বস্ব লুটে নিচ্ছে। মাদক ও জুয়ার টাকার জন্য তারা এই পথ বেছে নিয়েছে।আরেক ভুক্তভোগী বলেন, মোবাইলে জুয়া খেলে টাকা ইনকামের নেশায় অল্প বয়সী কিশোর তরুণরা নিঃস্ব হচ্ছে। আর এসব টাকা জোগাড় করতে গিয়ে চুরি ডাকাতি করছে। আমরা নিরাপদ নই। আমরা নিরাপত্তা চায়।অনলাইন জুয়ায় নিঃস্ব হওয়া কয়েকজন যুবক বলেন, নোশায় পড়ে লক্ষ টাকা হেরেছি। এখন দেনার দায়ে এলাকা ছেড়েছি। মানুষের থেকে ধার করে জুয়া খেলেছি। মানুষ এখন টাকা চাচ্ছে না দিতে পেরে পালিয়ে শহরে এসেছি। আমরা এখন সব হারিয়ে নিঃস্ব। সামনে ধোয়াসা দেখছি।এমত অবস্থায় প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি