বগুড়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কয়েকদিন আগে বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর কালীতলা গ্রোয়েন বাঁধে কয়েকটি বাতি থাকলেও দীর্ঘদিন ধরে বাতিগুলো জ্বলতো না, সন্ধ্যা হলে ঘুটঘুটে অন্ধকার হতো। গত বুধবার এবিষয়ে অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে, নষ্ট হয়ে যাওয়া বাতিগুলো উপজেলা প্রশাসন ও পৌরসভার মেয়রের তৎপরতায় নতুন করে লাগানো হয়। এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী আরও জানান, যে কয়েকটা বাতি লাগানো আছে তা দিয়ে যথেষ্ট নয়। নতুন করে বাঁধের দু'পাশে বাতি আরও বাড়াতে হবে। তাহলে অন্ধকার থেকে আলোতে পরিণত হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications