মিশকাতুজ্জামান,নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন একতলা ভবনের উদ্বোধন করেছেন। সোমবার (২০ জুন) দুপুরে নড়াইল পৌরসভাধীন মাছিমদিয়া এলাকায় কলেজ চত্বরে ভবনটির উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক সুলতান মাহমুদ বিপ্লব, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায়, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরাগী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার শীল, প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকুসহ অনেকে।
৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এছাড়া জেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন মাশরাফি বিন মর্তুজা।