মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছিল। ঘটনা সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের দর্পগ্রাম নতুন মসজিদের টাকার হিসাব নিয়ে সম্প্রতি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন আফজাল হোসেন (৩৩), চাঁন মিয়া (৭৬), মিনারা বেগম (৩৫), ধন মিয়া (৪০) সহ উভয়পক্ষের অন্তত দশজন।দর্পগ্রামের গুরুতর আহত চাঁন মিয়া জানান, ‘সামসুল হক, নাসির উদ্দিন, নূর আলম তারা এলাকার উশৃঙ্খল মানুষ। তারা চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত। আমি গ্রামের মুরুব্বী হিসেবে এসব কাজে বাধা প্রদান করায় তারা আমার ও আমার পরিবারের লোকজনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে মসজিদের ভেতর হামলা চালায়। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। আমার ছেলে বিজিবি সদস্য আফজাল হোসেনকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষের লোকজন উঠেপড়ে লেগেছে।এব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জ সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, ‘মারামারির ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’