আহসান হাবিব লায়েক, সিলেট জেলা প্রতিনিধি:সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সিসিকের শ্রমিক ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্রসহ ১ পরিবহণ শ্রমিককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একনলার একটি বন্দুক ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র দিয়ে গ্রেফতারকৃত পরিবহন শ্রমিক সিসিকের শ্রমিকদের গুলি করার চেষ্টা চালায়। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চৌহাট্টা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শ্রমিক ফয়সল আহমদ ফাহাদ (৩৮)। সে নগরীর পীরমহল্লা এলাকার বাসিন্দা ও চৌহাট্টা পরিবহন স্ট্যান্ডের শ্রমিক।
মহানগর ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ গনমাধ্যমেকে বলেন, সরকারি রাস্তা দখল করে যানবাহন রাখা হচ্ছে দীর্ঘদিন থেকে। কিন্তু সম্প্রতি সিসিকের উন্নয়ন কাজ শুরু হওয়ায় চৌহাট্টাস্থ এলাকার অবৈধ পরিবহন স্ট্যান্ড সরানোর জন্য বলা হলেও শ্রমিকরা যানবাহন না সরিয়ে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে সিসিকের শ্রমিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সিসিকের শ্রমিকদের সাথে পরিবহন শ্রমিকদের ঘন্টাব্যাপি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিসিক কাউন্সিলরসহ বেশ কয়েকজন আহত হন। ভহত্যিবচ