সিলেট জকিগঞ্জ প্রতিনিধিঃসিলেটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯এর অভিযানে রোকসানা আক্তার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ওই নারীর কাছ থেকে ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রোকসানা সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চোধুরীর স্ত্রী।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-৯ এর লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি এ,কে,এম কামরুজ্জামান ও এএসপি আব্দুল্লাহসহ সদর কোম্পানীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সিলেট নগরীর শাহজালাল উপশহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
গ্রেফতারের পর রোকসানাকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।