সিলেট মহানগর প্রতিনিধি:সিলেট নগরে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাউজিং এস্টেট ও পাঠানটুলা এলাকায় এ হামলা চালানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা ছাত্রদল ও যুবদলের সঙ্গে সম্পৃক্ত।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় এ হামলা হয়।
স্থানীয় সূত্র কালবেলাকে জানায়, সন্ধ্যার পর একদল যুবক মিছিল নিয়ে নগরীর হাউজিং এস্টেটে শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালায়। তারা সিসি ক্যামেরা, ল্যাপটপসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও একই ধরনের হামলা হয়।
এ সময় তার বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে হামলাকারীরা।যুক্তরাজ্যে অবস্থানরত সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, হামলাকারীরা ছাত্রদল ও যুবদলের সঙ্গে জড়িত। প্রকাশ্যে মহড়া দিয়ে তারা আমার বাসায় হামলা ও লুটপাট চালিয়েছে। এর আগেও আমার বাসায় এ ধরনের হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। নগরবাসীই এর বিচার করবে।
Notifications