রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ঢাকার সাভারে একটি পরিত্যাক্ত বাউন্ডারির ভিতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুর ১টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় সাবেক মেম্বার দেওয়ান হাবিবের মালিকানাধীন বাউন্ডারির ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা রিয়াজ হোসেন বলেন, সকাল ১০টার দিকে বাউন্ডারির পাশে পোলাপান খেলাধুলা করছিলো। এসময় বাউন্ডারির ভিতরে ওই ছালার বস্তা পড়ে থাকতে দেখে সবাইকে জানায়। পরে খবর দেয়া হলে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে নিয়ে যায়।স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার দেওয়ান হাবিব দেওয়ান বলেন, বাড়ির পাশেই ওই জায়গায় টিন দিয়ে বাউন্ডারি দিয়ে রেখেছিলাম। সাত-আট মাস আগে থেকে সেখানে বিভিন্ন ধরণের সবজি চাষ করছি। তবে টিনের দরজা থাকলেও সেটা বাইরে থেকে খোলা যায়। তবে কে কারা লাশ ফেলে রেখে গেছে আমি জানি না। তবে পাশের পাঁচতলা বাড়ির নিচতলাটা উন্মুক্ত। সেখান দিয়েও যে কেউ আমার বাউন্ডারিতে ঢুকতে পারে।ঘটনাস্থল পরিদর্শনকারী আশুলিয়া থানার উপ-রিদর্শক (এসআই) মো. শফিউল্লাহ বলেন, বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৪০-৪৫ বছর। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে অন্যত্র ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ এখানে রাতের আঁধারে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এঘটনায় একটি মামলা দায়েরের পাশাপাশি হত্যার রহস্য উদেঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।