রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
সাভারে কিশোর গ্যাং সদস্যদের হামলায় জয় হালদার (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জয় পূর্ব রাজাশন এলাকার জন হালদারের ছেলে। ওই এলাকার সেন্ট যোসেফ স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন এই কিশোর।পুলিশ জানায়, গত ১৬ মে রাতে পূর্ব শত্রুতার জের ধরে সাভার পৌর এলাকার রাজাশন পোলোর মার্কেট মহল্লায় জয় হালদারকে রাস্তায় একা পেয়ে রড, পাইপ সহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে সওদাগর নামের এক কিশোর গ্যাং লিডার ও তার বাহিনী। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে আহত অবস্থায় জয়কে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি কর হয়।এ ঘটনায় সেদিন রাতেই নিহতের ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো- সাভারের কমলাপুর রাজারবাগ গ্রামের জমশের মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (২০), মধ্য রাজাশনের আলমগীরের ছেলে মো. জয় (১৮), ভোলার ইলিশা থানার তালুকদার হাট গ্রামের সেলিমের ছেলে আকাশ (১৯), সাভারের রাজাশনের সাদ্দাম (৩০), মধ্য রাজাশনের শাজাহানের ছেলে তানভীর (১৮)। এ ছাড়া মজিবরের ছেলে সওদাগর (৩০), আনোয়ারের ছেলে নয়ন (২২), মজিবুরের ছেলে সাকিব (২০) ও সোহাগ (১৯)। এদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তারা জামিনে বের হয়ে আসে।পরে ঘটনার ২৩ দিন পর সোমবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আহত এসএসসি পরীক্ষার্থী জয় হালদারের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত কামাল হোসেন।এদিকে ওই স্কুল ছাত্র নিহতের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি সাভারের রাজাশন এলাকা ঘিরে সক্রিয় হয়ে উঠেছে কয়েকটি কিশোর অপরাধী গ্রুপ। রাজাশনের ঈদগাহ মাঠ এলাকায় সজিব, সুজন এবং ফাতিনের নেতৃত্বে এলাকায় মাদক সেবন ও বিভিন্ন মাদক দ্রব্য সরবারহ করে একটি কিশোর দল। গত বছর প্রকাশ্যে মাদক সেবনের ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয় কিশোর গ্যাং সদস্য সায়েম রহমান সাদাফ ওরফে মুন্সি সাদাফের। অন্যদিকে রাজাশনের গ্যারেজ এলাকায় মিঠু ও ঘাসমহল এলাকায় হৃদয়ের নেতৃত্বে রয়েছে আরেকটি কিশোর গ্যাং।