মুক্তারুজ্জামান আদমদিঘী বগুড়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি সান্তাহার পৌর শহরের ঢাকাপট্রি মহল্লার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে।সোমবার বেলা ১০টায় সান্তাহার বাজার ঈদগাহ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন ও সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাজা শেষে খাড়িরব্রিজ এলাকায় পৌর মুক্তিযোদ্ধাদের নির্ধরিত গোরস্থানে তাকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জামাতা ও উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বিকেল পৌনে ৪টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার শ্বশুর মারা গেছেন।বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, সান্তাহার পৌরসভার মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন, আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, আজমল হোসেন, নাজমুল হুদা, আব্দুল জব্বার, এলকে আবুল, ছানা, রশিদুল ও স্থানিয় কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, আকরাম জোয়ারদার, মুক্তারুজ্জামান,জিললুর রহমান, শ্যামল ঢালী, রবিন ও প্রমূখ।