নুরুল আমিন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ার ছদাহা রাজঘাটা এস আই পার্ক কমিউনিটি সেন্টার এলাকায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লোহাগাড়ার সুখছড়ি এলাকার আব্দুল রহমানের ছেলে ওবাদুল হক (৩০) ও পদুয়া ইউনিয়নের জংগল পদুয়া এলাকার মো. ওসমানের ছেলে মো.নোমান (২২)।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রব জানান, মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। দু’জনের মরদেহ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস-মোটরসাইকেল জব্দ করা হয়েছে।