নুরুল আমিন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মুজিববর্ষের বছরব্যাপী আয়োজনের সূচনা হিসাবে ১৭ই মার্চ সাতকানিয়া উপজেলা পরিষদ এবং সাতকানিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভোর ৬.০১ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সালাহ্ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুস সালাম চৌধুরী, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাকারিয়া রহমান জিকু, সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আল-বশিরুল ইসলাম,সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন,দোহাজারী হাইওয়ে থানার ওসি জনাব মোহাম্মদ আব্দুর রফ,সহ বিভিন্ন রেন্জের বন কর্মকর্তা সহ বিভিন্ন বিট কর্মকর্তা এবং প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।