ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান নতুন বছরকে স্বাগত জানিয়ে বলেন, বছরের সূচনা লগ্নে সদর থানার সর্বস্তরের মানুষের জন্য রইলো শুভকামনা।
তিনি আরও বলেন, অতিতের সকল গ্লানি মুছে ফেলে, স্বাস্থ্য বিধি মেনে, মহামারি করোনাকে জয় করে আগামী দিনের পথ চলতে সুখী, সুন্দর, সমৃদ্ধি জীবন গড়তে সকলের প্রতি আহবান জানান।
মহান আল্লাহ্ তায়ালা র রহমতে পরিবার পরিজন নিয়ে আগামী দিনগুলোতে সুস্থ্য থেকে ঝিনাইদহবাসীর খেদমত করতে পারেন সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
পাশাপাশি আইন শৃঙ্খলা উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।