বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতীতে মোছাঃ মিম (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ২৪ জুলাই রবিবার দুপুরে উপজেলার বাকাকুড়া বাজারের উত্তর-পূর্ব পার্শ্বে সাঈদ মিয়ার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মিম উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গুচ্ছগ্রামের আব্দুল মমিনের কন্যা। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মিম ঘটনার আগেরদিন থেকে নিখোঁজ হয়। আজ রবিবার দুপুরে পথচারীরা ওই পুকুরের কাছে লাশটির পা দেখতে পায়। এ অবস্থায় এলাকাবাসী থানায় খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহালের কাজ সম্পূর্ণ করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ জানান। কিশোরী মিম এর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত বিষয়টি জানা যাবে বলে তিনি জানান।