উত্তম কুমার,জয়পুরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে লকডাউনের তৃতীয় দিনেও সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসন কঠোর তৎপরতা চলেছে। ঠিক এমন সময় প্রশাসনের কবলে পড়েন পাত্রী দেখতে আসা কয়েকজন। অবশেষে তাদের গুনতে হলো ভ্রাম্যমান আদালতে জরিমানা।চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার(০৩ জুলাই) সকাল থেকেই চলছে আক্কেলপুর উপজেলা প্রশাসনের টহল, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট ঘরের বাইরে আসা বিভিন্ন মানুষদের জিজ্ঞেসাবাদের মুখে পড়তে হয়েছে এবং বিধি নিষেধ অমান্যকারীদের গুনতে হয়েছে জরিমানা।উপজেলা প্রশাসনের সাথে মাঠে দেখা গেছে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও রোভার স্কাউটের সদস্যদের। থানা পুলিশের পক্ষ্য থেকে রয়েছে পৌর এলাকার প্রধান সড়কের ২ টি স্থানে চেকপোষ্ট, ১ টি অভিযানিক টিম। পৌর এলাকায় প্রবেশের জন্য আগতদের সম্মুখীন হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে।
এরই ধারাবাহিকতায় আক্কেলপুর পৌর এলাকার প্রাণী সম্পদ মোড়ে মোবাইল কোর্ট পরিচলনাকালে ভ্যানে আসা কয়েক জনকে বাইরে আসার কারণ জানতে চাইলে তারা বলেন আমরা পাত্রী দেখেতে যাচ্ছি। এসময় বগুড়া সদর এলাকার নামুজা বাংলা বাজার গ্রামের মেহেদী হাসানকে জরিমানা করেন জয়পুরহাট জেলার এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. হাবিবুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান,থানার এএসআই শফিকুল ইসলাম শফিক। আক্কেলপুরে তৃতীয় দিনে কঠোর লকডাউনে সকাল থেকে দুপুর পর্যন্ত ১৭ জনকে ৭ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান জাতীয় দৈনিক শিরোমণিকে জানান,অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হলেই যে কেউ হোক তাকে শাস্তির আওতায় আসতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকারি বিধি নিষেধ অমান্যকারীরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান আক্কেলপুর কঠোর লকডাউন চলছে তাই এমন করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন হয়ে ঘরে থাকার আহবান জানান।