আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জলপাইগুড়ি রেল অবরোধ করে বিক্ষোভ দেখাল সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটি। বৃহস্পতিবার ধুপগুড়ি স্টেশনে রেল অবরোধের পাশাপাশি জলপাইগুড়ি রোড স্টেশনে রেল লাইনের উপর বসে পড়েন আন্দোলনকারীরা৷ নেতৃত্বে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, প্রাক্তন সংসদ সদস্য জীতেন দাস সহ বিভিন্ন নেতারা। জেলায় জলপাইগুড়ি রোড স্টেশন ছাড়াও এদিন আমবাড়ি ও ধুপগুড়ি স্টেশনে রেল অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। মোট ছটি স্টেশনে অবরোধ হয় বলে দাবি আন্দোলনকারীদের। -কলকাতা ২৪
বিজেপি সরকারের ‘বিপজ্জনক’ কৃষি আইনের বিরোধিতায় পশ্চিমবঙ্গেও হবে মহাপঞ্চায়েত, বুধবার এমনই জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। হরিয়ানার রোহতকে তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও কৃষি আইন বিরোধী আন্দোলন হবে। হরিয়ানা, উত্তর প্রদেশের ধাঁচে পশ্চিমবঙ্গেও মহাপঞ্চায়েত ডাকার আহ্বান জানিয়েছেন। তবে বিকেইউ সংগঠন মূলত পশ্চিম ও উত্তর ভারতে ছড়িয়ে। আর পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন পূর্বাঞ্চলীয় রাজ্য ও দেশের অন্যত্র রয়েছে সিপিআইএমের শাখা সংগঠন সারা ভারত কৃষক সভা। বুধবার কৃষক সভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, আমরা যারা সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃবৃন্দ, তাঁরা ঠিক করেছি বিভিন্ন রাজ্যে গিয়ে বিজেপির কৃষি বিরোধী আইনের সম্পর্কে প্রচার করব। এক্ষেত্রে কোনও দল নয়, যাবেন সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা।